বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আত্ম-সমালোচনা - Shyamal Kumar Sarkar

আত্ম-সমালোচনা

শ্যামল কুমার সরকার

 

শত সমস্যা জর্জরিত কলকাতায়

মাঝে মাঝে বন্যা হলে বেশ ভাল হয়

যত জঞ্জাল,ময়লা,আবর্জনা সব ধুয়ে মুছে যাবে

শহরের রাস্তা,উদ্যান ও ধূলিকনা মুক্তি পাবে

মানুষের পাশবিক অত্যাচার থেকে ।

মানুষ মনে মনে শান্তি পাবে

বাড়ীগুলো সব বাসযোগ্য হবে

তাতে বিষাক্ত নদীটা আরো একটু কলুষিত হবে

হয়তো দু-চার দিনের জন্য কারো কারো

একটু আধটু ভোগান্তি হবে

কিন্তু তাতে ক্ষতি কি ?

 

মাঝে মাঝে যদি কালবৈশাখী ঝড় কিংবা

আয়লা বা ভূমিকম্প হয়

বেশ ভালো হয়

যত সব অবৈধ নির্মান ও অনৈতিক কাজ

তাতে চাপা পড়ে যাবে

হয়তো কারো কারো একটু আধটু ভোগান্তি হবে

কিন্তু তাতে ক্ষতি কি ?

 

যদি মাঝে মাঝে বিকৃত সমাজে

কোনো মহাপুরুষের উদয় হয়

যদি কোনো ধর্ম্ম যুদ্ধ হয়

তবে মানুষ একটু শুদ্ধ হবে

হবে ঔদ্ধত্তের পরাজয়

হয়তো কেউ কেউ তা মানতে পারবে না

তবু কারো কারো তো শান্তি হবে

এতেই তো লাভ,

কোনো ক্ষতি আছে কি ?

 

এ পৃথিবী বড়ো ক্লান্ত, একটু শান্তি চাই

সবাই স্বার্থপর হয়ে গেছে

মানুষের মধ্যে আর মানুষ নেই

পরিবর্তনের ঢেউয়ে আমরা ভুলেছি অতীত

সভ্যতা, সংস্কৃতি সব ভুলুন্ঠিত আজ

দ্বন্দ্ব-দ্বেশ ভুলে

শান্তির খো৺জে সময় কাটালে

কোনো ক্ষতি আছে কি ?

 

নিজেকে সংশোধন করার এই তো সময়

ভুলতে হবে আমাদের জয় পরাজয়

ভবিষ্যতের দিকে তাকিয়ে

স্বার্থত্যাগ করলে

কোনো ক্ষতি হয় কি ?