বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

স্থবীর - Pinak G Das

শুধু নিঃশব্দে দেখেছি তোমার ঘুম
দেখেছি তোমার বুকের ওঠানামা
তোমার চোখের পাতায় স্ব্প্নের নড়াচড়া
দূর থেকে তোমার গন্ধ করেছি জমা

তোমায় মুগ্ধ হয়ে দেখেছি সারাক্ষণ
তোমাড় শরীরে আমি কোথাও রাখিনি হাত
তোমায় দুচোখ দিয়ে আদর করেছি শুধু
আমার অসার শরীর কামড়েছে শুধু দাঁত

তোমার ঠোঁটে আমি রাখিনি আমার ঠোঁট
শিশুর মতো চাইনি তোমার স্তন
তোমার গলায় আমি রাখিনি দাঁতের দাগ
কামড়ে ধরেছি নিজেই নিজের মন