স্থবীর - Pinak G Das
শুধু নিঃশব্দে দেখেছি তোমার ঘুম
দেখেছি তোমার বুকের ওঠানামা
তোমার চোখের পাতায় স্ব্প্নের নড়াচড়া
দূর থেকে তোমার গন্ধ করেছি জমা
তোমায় মুগ্ধ হয়ে দেখেছি সারাক্ষণ
তোমাড় শরীরে আমি কোথাও রাখিনি হাত
তোমায় দুচোখ দিয়ে আদর করেছি শুধু
আমার অসার শরীর কামড়েছে শুধু দাঁত
তোমার ঠোঁটে আমি রাখিনি আমার ঠোঁট
শিশুর মতো চাইনি তোমার স্তন
তোমার গলায় আমি রাখিনি দাঁতের দাগ
কামড়ে ধরেছি নিজেই নিজের মন