বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আমি কবি সুকান্তের ১৮ বছর বয়সী - SOURAV DAS


বয়স আজ আমার ১৮,
আমি সেই কবি সুকান্ত এর ১৮ বছর বয়সে পা দিয়েছি
যে গড়ে তোলে এক নতুন পথ ,বিদ্রোহ করে অন্যায়
অবিচারের বিরুদ্ধে ।

 

আমি সেই ১৮ বছর বয়সী যে নতুন প্রজন্মের প্রদীপ,

 

কিন্তু আমার সমাজ্ তো শেখায় না,অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করতে!
শেখায় না এক সাথে পথ চলতে!

 

মাতৃ গর্ভ থেকে বেরিয়ে যেদিন প্রথম আলোকিত গোল বস্তুটিকে দেখতে পাই তাকে দেখে কি চিনতে পেরেছিলাম যে সে সেই সূর্য,
যে আমার আগামি দিনের পথ চলতে সাহায্য করবে!

 

আমি তাকে অন্য নামেও ডাকতে পারতাম,
হয়তো "নতুন পথের দিশারী" নামে।

 

আসলে আমার পূর্ব জন্ম,যে শুধু "১৮ বছর বয়স" পড়েছে পরীক্ষায়ে পাস করার জন্যে !

তাই হয়তো আমি আলোকিত বস্তটিকে বলি সূর্য।।

 

আচ্ছা আমি আমার রক্তের হিমোগ্লোবিন পরিশ্রুত করে,
হয়ে উঠতে পারি না নতুন পথের দিশারী!

 

ভাবতে পারি না নতুন করে!!
নিঃশেষ করতে পারি না অন্ধকার ময় যুগের!

 

১৮ বছর বয়সী

মানুষেরা শুনতে পারছ কবি সুকান্তকে?



দেখতে পারছ কি,
সেই নতুন পথটা কে?