রাত জাগা পাখি - কাজারি ভাট্টাচার্য
রাত জাগা পাখি ভাবে একমনে
নিরব একলা রাতে
মেলবে সে তার ইচ্ছেডানা
কত স্বপ্নের সাথে
দেখে ওই চাঁদ, যাবে তার কাছে
করবে তাঁকে সাথী
বন্ধ খাঁচায় বসে আজ ও তার
মুক্ত আকাশে পারেনা যেতে সে
বেরি আটকানো পায়ে
খোলা জানালার দিকে চেয়ে থাকে
যদি কেউ ডেকে যায়
এইভাবে কাটে কত দিন তার, সব ই যে হিসাবহীন
আজ, রাত জাগা পাখি, পারেনা জাগতে,ফুরায়ে এসেছে দিন
ঘুমের ঘোরে চাঁদ টাকে ভেবে, ফেলে দির্ঘ নিঃশ্বাস
নিঃসঙ্গতার হাতছানি ঘেরা আজ ও তার চারপাশ