বিগত দশ বছর ধরে আমরা বিরাজমান। কিছু প্রউক্তুশিল কারণে আমাদের মেইন ওয়েবসাইটটি কিছুদিন বন্ধ ছিল। আমাদের কাজ চলছে, আমরা আবার আসিব ফিরে। কিন্তু ততদিন আমাদের এতদিনের আর্কাইভটা প্রকাশ করা থাকল। অনেক পুরনো জিনিসপত্র পাবেন, যদি কারর কন আপত্তি থাকে আমাদের কে মেইল করে জানাবেন। admin@werbangali.com
আপনি যদি আমাদের e-commerce shop খুজ্জেন তাহলে এই লিঙ্ক এ ভিজিট করুন : shop.werbangali.com

আনন্দধারা বহিছে ভুবনে... ২৯শে অক্টোবর ২০১৩ - Shyamal Kumar Sarkar

আনন্দধারা বহিছে ভুবনে়......

শ্যামল কুমার সরকার

 

এখন বসন্তকাল,পাতা ঝরা সকাল

শুকনো পাতায় ভ'রেছে তরূতল

স্বর্নালী আভায় চারিদিক আলোকিত

অনাবিল আনন্দে মন আজ পুলোকিত

তরঙ্গ তরঙ্গে মেশে হৃদয় ভেদিয়া

চেতনা হারায়ে, বিভেদ ভুলায়ে

ভালোবাসার করি জয়গান ।

 

সূর্য আজ অতি মনোরম,

হৃদয় আনন্দে উদ্বেলিত, উরূ উরূ করে মন

কাজের লোকের কাজে মন নেই

অলস নয়নে আমি দিগন্তের পানে চেয়ে রই

স্মৃতির খাতায় এক এক করে পাতা উল্টাই

দেখি সব এক হয়ে গেছে

সুখ আর দুঃখে কোনো ভেদাভেদ নাই

চারিদিক নয়নাভিরাম ।

 

এখন কুঁড়ি থেকে ফুল ফোটার সময়

ধূসর উপত্যকায় ধীরে ধীরে সবুজের ছোঁয়া লেগেছে

নতুন করে জীবনকে উপভোগ করার সময় এসেছে

চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ,সব-ই মধুময়

প্রস্ফুটিত ফুল, ফুলের সুমিষ্ট গন্ধ

তার অপরূপ রূপে চারিদিক আলোকিত, মনোময়

এ এক স্বর্গীয় অনুভূতি,

প্রকৃতির এই মোহময় রূপ

সে তো তোমার আমার জন্য নয়

দেবতার পায়ে উৎসর্গ করেই তার

পূর্ণতা প্রাপ্তি হয় ।

 

ফুল তা সে যতই হোক না অতি ক্ষুদ্র

চাঁদে যতই থাক না কেন কালো দাগ

মহিমা তার এতটুকু কমে না

যদি তারা মানুষকে সুখ দেয়, শান্তি দেয়

মনুষের দুঃখ, কষ্ট, বেদনাকে ক্ষনিকের জন্য হলেও

মন থেকে মুছে দিতে পারে

স্নেহের প্রলেপ দিয়ে অশান্ত হৃদয়কে

শান্তির বানী শোনাতে পারে

রাখতে পারে সবাইকে সদা আনন্দময় ।

 

এখন বাল্য, কৈশোর থেকে তারুন্যের উন্মাদনায়

গায়ের রক্ত টগবগ করে ফুটছে

জীবনে যৌবনের হাওয়া লেগেছে

নতুন কিছু করে দেখানোর

হয়েছে সময়

মনের আনন্দে অবিরাম দুলিতেছি সুখের দোলায় ।

 

এখন নব নব সাজে সেজে উঠবার

মনের সুপ্ত বাসনাকে জাগিয়ে তোলার

দুর্লভ মুহূর্তগুলি উপভোগ করার সময় এসেছে

আর দেরী নয়, ঐ দেখা যায়

অন্ধকার ভেদ করে নীল দিগন্তে হয়েছে সূর্য্যোদয়

ভোরের আলোয় চারিদিকে নূতনের ছোঁয়া লেগেছে

সবাই হয়েছে আত্মহারা

চারিদিক কেবলি আনন্দময় !

সুখী জীবনের কামনায়

আমাদের মন প্রাণ নিবেদিত দেব বন্দনায় ।